Parts of Speech (পদ প্রকরণ)


 

Parts of Speech (পদ প্রকরণ)

Parts of Speech কাকে বলে? উহা কত প্রকার ও কি কি?

Part of Speech: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি Part of Speech বলে।

Every single  word of a sentence is called a Part of Speech.

Example:

·      Dhaka is a big city.

·      Milk is liquid.

·      The sky is blue.

প্রথম বাক্যে Dhaka, is, a, big, city প্রত্যেকে এক একটি Part of Speech. ঠিক তেমনি দ্বিতীয় ও তৃতীয় বাক্যে Milk, is, liquid এবং The, sky, is, blue শব্দগুলো প্রত্যেকে আলাদা আলাদা Part of Speech.

Parts of Speech অর্থ বাক্যের অংশ। তাই Parts of Speech হতে হলে প্রত্যেকটি Word-কে অবশ্যই Sentence-এ ব্যবহৃত হতে হবে। যেমন, আমরা যদি শুধু বলি Dhaka তাহলে এটি Part of Speech হবে না। কারণ Dhaka একটি শব্দমাত্র। আবার, যদি বলি, Dhaka is a big city তাহলে এখানে Dhaka সহ অন্যান্ন শব্দগুলো এক একটি Part of Speech হবে। কারণ, তারা Sentence-এ ব্যবহৃত হয়েছে।

Parts of Speech আট প্রকার। যথাঃ

1.   Noun

2.   Pronoun

3.   Adjective

4.   Verb

5.   Adverb

6.   Preposition

7.   Conjunction

8.   Interjection

 

1.   Noun: যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে Noun বলে।

        Noun is a name of any person, place or thing.

·      Bangladesh is our motherland. (এখানে  Bangladesh একটি জায়গার নাম)

·      Gold is a useful metal. (এখানে Gold একটি বস্তুর নাম)

·      Sumon is a boy. (এখানে Sumon একজন ব্যক্তির নাম)

2.   Pronoun: Noun এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।

Pronoun is used instead of a Noun.

·      He is a good boy. (এখানে he একজন ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে)

·      It is an useful thing. (এখানে it একটি বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে)

·      This place is beautiful. (এখানে this একটি জায়গার নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে)

3.   Adjective: যে word দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

An Adjective is used to describe or qualify of a Noun or Pronoun.

Example:

·      Nazib is an honest boy. (এখানে honest দ্বারা গুণ বুঝানো হয়েছে)

·      It is a red flower. (এখানে red দ্বারা অবস্থা বুঝানো হয়েছে)

·      He has much money. (এখানে much দ্বারা পরিমাণ বুঝানো হয়েছে)

4.   Verb: যে word দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে Verb বলে।

A Verb is a word used to describe an action, state or occurance.

      Example:

·      Karim goes to school.

·      They were absent.

·      We eat rice.

5.   Adverb: যে word Adjective, Verb Adverb-কে modify করে, অর্থাৎ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে তাকে Adverb বলে।

An Adverb is a word which modifies an Adjective, Verb or Adverb.

Example:

·      Hare runs fast.

·      He speaks slowly.

·      Israt is very intelligent.

6.   Preposition: বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। অতএব, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমনঃ on, of, beside, into, without etc.

Preposition is a word placed before a Noun or Pronoun indicating it’s relation with the other words of a sentence.

Example:

·      The book is on the table.

·      He is in the room.

·      Mamun is fond of milk.

7.   Conjunction: যে Word একাধিক শব্দ, বাক্য কিংবা বাক্যাংশকে সংযুক্ত করে তাকে Conjunction বলে। যেমনand, but, yet, or, nor, so, either, neither etc.

A Conjunction is a word which connects two or more words, sentences or clauses together.

Example:

·      Ruma or Ruba will do the work.

·      Rahim is a student and Karim is a teacher.

·      He is poor but honest.

8.   Interjection: যে word মনের আবেগ বা অনুভূতি যেমনঃ আনন্দ, বেদনা, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে Interjection বলে। যেমনঃ Oh! Hurrah! Alas! etc.

An Interjection is a word which expresses emotions or feelings of mind.

Example:

·      Alas! He is undone.

·      Hush! The baby is sleeping.

·      Hurrah! We have won the match.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ