Noun and Its Details


 

Noun (বিশেষ্য)যে word দ্বারা কোন ব্যক্তিবস্তুস্থানগুণ বা ক্রিয়ার নাম বুঝায়তাকে Noun বলে

A Noun is a name of person, place, thing, virtue or action.

Example:

    Person: Rony, man, teacher, doctor, driver etc.

    Place: Bangladesh, town, home, field etc.

    Thing: Book, table, pen, glass, ball etc.

    Action: Function, purification, hesitation etc.

Noun প্রধানত দুই প্রকার যথাঃ

1.   Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)যে Noun চোখকানজিহ্বা অর্থাৎ পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়তাকে Concrete Noun বলে

Concrete Noun is a name of something which can be seen, hear, touched, smelt or tasted.

Example: Man, iron, honey, song etc.

2.   Abstract Noun (ইন্দ্রিয়অগ্রাহ্য বিশেষ্য)যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণঅবস্থা বা কাজের নাম বুঝায়তাকে Abstract Noun বলে

An Abstract Noun is the name of quality; idea or feeling that can’t be seen or touched.

Example: Honesty, history, truth, courage etc.

Concrete Noun আবার চার প্রকার যথাঃ

i.          Proper Noun

ii.         Common Noun

iii.        Collective Noun

iv.        Material Noun

সুতরাংআমরা বলতে পারি Noun সাধারণত প্রকার যথাঃ

i. Proper Noun (নামবাচক বিশেষ্য)যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তিবস্তু বা স্থানের নাম বুঝায়তাকে Proper Noun বলে

Proper Noun is a particular name of a person, place or thing.

Example:

·      Karim is a boy.

·      Dhaka is a big city.

·      The Quran is a holy book.

উপরোক্ত Sentence-গুলোতে Karim, Dhaka The Quran হল Proper NounProper Noun এর প্রথম letter সব সময় বড় হাতের হবে

ii. Common Noun (সাধারণ বিশেষ্য)যে Noun দ্বারা কোন ব্যক্তিবস্তু বা স্থানের সাধারণ নাম বুঝায়তাকে Common Noun বলে

Common Noun is a name given in common to any and every person, thing or place of the same class.

Example: Man, River, Country, Sheep, Boy, Girl etc.

iii. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)যে Noun দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তিবস্তু বা স্থানের সমষ্টি বুঝায়তাকে Collective Noun বলে

Collective Noun is the name of a group of people, things or animals as one complete whole.

Example: Army, Herd, Jury, Team, Flock etc.

iv. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে বুঝায় বা পদার্থ হতে তৈরি কোন দ্রব্যকে বুঝায়তাকে Material Noun বলে

Material Noun is the name of a material or an ingredient.

Example: Plastic, Iron, Cotton, Water, Marble etc.

v. Abstract Noun (ইন্দ্রিয়অগ্রাহ্য বিশেষ্য)যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণঅবস্থা বা কাজের নাম বুঝায়তাকে Abstract Noun বলে

An Abstract Noun is the name of quality, idea or feeling that can’t be seen or touched.

Example: Beauty, Wisdom, Knowledge, Friendship etc.

আবারগণনার দিক দিয়ে Noun  প্রকার যথাঃ

         i.          Countable Noun (গণনাযোগ্য বিশেষ্য)

         ii.         Uncountable Noun (গণনাযোগ্য বিশেষ্য)

Countable Noun (গণনাযোগ্য বিশেষ্য): যে সকল Noun গণনা করা যায়, তাদেরকে Countable Noun বলে।

Noun that can be counted is a Countable Noun.

Example: Chair, Pen, Man, Boy, Tree etc.

Uncountable Noun (গণনাযোগ্য বিশেষ্য):  যে সকল Noun গণনা করা যায় না, তাদেরকে Uncountable Noun বলে।

Noun that can’t be counted is an Uncountable Noun.

Example: Honesty, Brevity, Water, Rice, Hair etc.

 

Transformation of Noun

Proper Noun, Material Noun Abstract Noun-কে দুটি উপায়ে  Common Noun- রূপান্তর করা যায়। এদের পূর্বে Article বসিয়ে বা এদের Plural বা বহুবচন করার মাধ্যমে। কিন্তু Collective Noun-কে শুধুমাত্র Plural করে  Common Noun- রূপান্তর করা যায়।

Proper Noun থেকে Common Noun:

1. সাদৃশ্য বা মিল তুলনা করলে তুলনীয় Proper Noun-টি Common Noun হয়ে যায়। তবে সেক্ষেত্রে Common Noun এর পূর্বে Article বসে। নাম অনির্দিষ্ট বা অনেকের মত একজন বুঝালে a/an এবং নির্দিষ্ট করে বুঝালে the বসে। যেমনঃ 

i. Kazi Nazrul Islam is the Shelly of Bangladesh.

ii. He thinks he is a Shakespeare.

 

2. Proper Noun দ্বারা একই নামের অনেককে বুঝালে তা Common Noun হয়ে যায়। তখন Proper Noun টির Plural করতে হয়। যেমনঃ

i. I know the Nasifs of this village.

ii. There are three Monirs in our school.

Collective Noun থেকে Common Noun:

1. Collective Noun এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে তা Common Noun হয়ে যায়। যেমনঃ

i. Ten teams will take part in the competition.

ii. There are ten classes in our college.

 

2. Collective Noun এর শেষে s/es যোগ করলে তা Common Noun হয়ে যায়। যেমনঃ

i. The armies of the alliance came in time.

Material Noun থেকে Common Noun:

1. Material Noun এর পূর্বে The বসিয়ে নির্দিষ্ট করে বুঝালে তা Common Noun হয়ে যায়। যেমনঃ

i. The rice of Dinajpur is fine.

ii. The sweet of Jessore is famous.

2. Material Noun দ্বারা কোন উপাদানকে না বুঝিয়ে উপাদান দ্বারা তৈরি জিনিস বুঝায় তখন তা Common Noun হয়ে যায়। যেমনঃ

i. The tiger is put in irons.

ii. Bring the iron.

Abstract Noun থেকে Common Noun:

1. Abstract Noun এর পূর্বে the বসিয়ে নির্দিষ্ট করলে তা Common Noun হয়ে যায়। যেমনঃ

i. The charity of Hatem Tai is known to all.

ii. They praised the honesty of the girl.

 

2. Abstract Noun কোন গুণকে না বুঝিয়ে গুণসম্পন্ন ব্যক্তিকে বুঝালে তা Common Noun হয়ে যায়। তবে,  Abstract Noun টির পূর্বে Article বা তার Plural করতে হয়। যেমনঃ

i. She is a beauty.

ii. Three justices are present in the court.

Common Noun থেকে Proper Noun:

Common Noun দ্বারা নির্দিষ্ট নাম বুঝালে এবং তা Capital letter দ্বারা শুরু হলে তা Proper Noun হয়ে যায়। যেমনঃ

i. Our Father (God) will protect us.

Common Noun থেকে Abstract Noun:

Common Noun কোন ব্যক্তির দোষ বা গুণ বুঝালে তা Abstract Noun হয়ে যায়। তবে, Common Noun এর পূর্বে the পরে in বসাতে হয়। যেমনঃ

i. Check the beast in you.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ