Verb and Its Classification

 


Verb and Its Classification

ইংরেজী Verb শব্দটি ল্যাটিন শব্দ ‘verbum’ হতে উৎকলিত Verbum’ অর্থ ক্রিয়া বা কাজ সুতরাং, verb হচ্ছে doing words. অর্থাৎ কোন কিছু করা, ঘটা বা হওয়ার জন্য সে সব শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে Verb বলে

A verb is a word that tells or assets something about a person or a thing.

সাধারণত verb ছাড়া কোনো বাক্য হয় না, সে জন্য একে Living Word বা বাক্যের প্রাণ বলা হয়।

Ø Verbs show action or state of being.

          Examples: Come, Are.

Ø A verb may consist of one, two, three or even four words. Examples:

a)   I eat rice.

b)   He is riding bicycle.

c)   It has been raining since morning.

d)   The report might have been proved false.

Verb এর প্রকারভেদ

 

Verb প্রধানত প্রকার যথাঃ

·      Finite Verb

·      Non-Finite Verb

 

      i.          Finite Verb: Finite Verb বা সমাপিকা ক্রিয়া Subject বা কর্তার Person Number এর দ্বারা সীমাবদ্ধ এবং Tense অনুসারে তার রূপের পরিবর্তন হয় যেমনঃ

Ø      He eats rice.

Ø      He has eaten rice.

 

   ii.          Non-Finite: এটি Finite Verb এর মত Subject এর Person এবং Number দ্বারা সীমাবদ্ধ হয় না। অর্থাৎ Person, Number Tense যাই হোক না কেন  Verb এর রূপের কোনো পরিবর্তন হয় না। Example:

 

Ø I want to eat rice.

Ø We saw a swimming snake.

Ø Fahad will see Nasif playing.

উপরের বাক্যগুলিতে Tense অনুযায়ী Finite Verb এর পরিবর্তন হলেও পরবর্তী Verb গুলির কোনো পরিবর্তন হয় নি আর এগুলোকেই Non-Finite verb বলে

Finite Verb আবার প্রকার যথাঃ

·      Main/Principle Verb.

·      Helping/Auxiliary Verb.

 

i)               Main/Principle Verb: যে Verb গুলো অন্য কোনো Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে Principle বা Main Verb বলে যেমনঃ go, eat, play.

 

ii)            Helping/Auxiliary Verb: যে Verb এর নিজস্ব কোনো অর্থ প্রকাশের ক্ষমতা নেই, তা শুধু ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে Principle Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বা Helping Verb বলে Example: Am, is, were etc.

 

Auxiliary Verb আবার প্রকার যথাঃ

·      Primary/Tense Auxiliary .

·      Modal Auxiliary.

Primary Auxiliary ১৫ টি, যেগুলো টি ভাগে বিভক্ত যথাঃ

·      to be: be, am, is, are, was, were, been, being.

·      to have: have, has, had, having.

·      to do: do, does, did.

Modal Auxiliary ১৩ টি যথাঃ

Can, could, shall, should, will, would, may, might, ought to, used to, need, dare, must.

Principal Verb প্রকার যথাঃ

·      Transitive Verb

·      Intransitive Verb

i)               Transitive Verb: যে verb এর Object বা কর্ম থাকে তাকে, Transitive verb বলে

ii)            Intransitive Verb: যে Verb Object বা কর্ম থাকে না, তাকে Intransitive Verb বলে।

 

Used Transitively

Used Intransitively

i) Fire burns everything.

ii) The driver stopped the car.

iii) I see a bird.

Fire burns.

The driver stopped.

I see.

 

Non-Finite verb তিন প্রকার যথাঃ

i.                Infinitive

ii.             Gerund

iii.           Participle

 

i.                Infinitive: Infinitive verb কোন verb-এর পূর্বে to যুক্ত হয়ে গঠিত হয়।

Infinitive verb is a non-finite verb that is made up of "to + base form of verb".

 

Example:

- He likes to play football.

- Honey is sweet to taste.

 

Certain verbs such as bid, let, make, need, dare, see, hear, etc. are used without ‘to’ and are called bare infinitive.

 

Example:

- Make her stand.

- Let the people go there.

- You need not leave the place.

 

ii.             Gerund (ক্রিয়াবাচক বিশেষ্যপদ): Verb-এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে Noun এবং Verb-এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।

A gerund is a form of non-finite verb which is made up by adding the 'ing' at the end of the base form of a verb and acts as a Noun.

 

 

Example:

-She is fond of reading.

- Swimming is good for health.

- Seeing is believing.

 

iii.           Participle (ক্রিয়াবাচক সর্বনামপদ): যে word একই সাথে Adjective  Verb-এর কাজ করে, তাকে Participle বলে।

A word formed from a verb. A Participle is verbal but works as an adjective.

 

Example:

- A swimming snake bit him in the leg. (Present)

- I like boiled egg (Past)

- Having taken the books, I left the library. (Perfect)

- Don't get into a running bus. (Present)

 

Participle তিন প্রকার। যথাঃ

a)      Present Participle

b)      Past Participle

c)      Perfect Participle

a) Present Participle: Verb-এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে Adjective  Verb-এর কাজ করে তাহলে তাকে Present Participle বলে।

যেমনঃ

i.                 The man standing on the road is a killer.

ii.                It is a running car.

b) Past Participle: Verb-এর Past Participle অর্থাৎ t, d, ed, n, en, ne যুক্ত verb যদি একই সাথে Adjective  Verb-এর কাজ করে, তবে তাকে Past Participle বলে।

যেমনঃ

i.                 The radio was sold as a given price.

ii.                It is a banned book.

c) Perfect Participle: Past Participle-এর পূর্বে Having যুক্ত হয়ে Perfect Participle গঠিত হয়। এর দ্বারা কাজটি সমাপ্ত হয়েছে বুঝায়।

যেমনঃ

i.                 Having finished the work, I went out.

ii.                Having rested a while, we continued our journey.

 

N. B: Both of Gerund and Present Participles are made by adding 'ing' to the base form. But difference between them is that A gerund functions as a noun and present participles act as adjectives.

 

Other Verbs:

1)   Causative Verb: যে Verb অন্যকে দিয়ে কাজ করানো বা ঘটানো বুঝায়, তাকে Causative Verb বলে যেমনঃ He walks the horse.

 

2)   Reflexive Verb: যে Verb-এর Subject Object একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Reflexive Verb বলে যেমনঃ The boy hurt himself.

 

3)   Factitive Verb: কতকগুলো Verb-এর Object-এর পর আরও বাড়তি Words (Complement) বসতে হয় এরূপ Verb কে Factitive Verb বলে যেমনঃ The people made him leader.

                              

4)   Impersonal Verb: যে Verb অনির্দিষ্ট কর্তা হিসেবে Pronoun ‘It’-এর সাথে 3rd Person Singular- ব্যবহৃত হয়, তাকে Impersonal Verb বলে যেমনঃ It blooms in spring.

 

5)   Cognate Verb: যে Verb-এর Object অনেকটা Verb-এর মত বা একই অর্থ প্রকাশ করে, তাকে Cognate Object বলে এবং Verb টিকে Cognate Verb বলে যেমনঃ I dreamt a sweet dream.

 

6)   Quasi-Passive Verb: কতকগুলো Verb আকারে Active হলেও অর্থের দিক দিয়ে Passive. Verb-কে Quasi-Passive Verb বলে যেমনঃ Rose smells sweet.

 

7)   Reciprocal Verb: যে Verb দ্বারা Subject Object-এর মধ্যে action অথবা interaction বুঝায়, তাকে Reciprocal Verb বলে যেমনঃ They help each other.

 

8)   Inchoative Verb: যে Verb কোনো অবস্থা পরিবর্তনের সূচনা তার বিকাশ বা চূড়ান্ত পরিণতির অর্থ প্রকাশ করে, তাকে Inchoative Verb বলে যেমনঃ The milk has turned sour.

 

9)   Linking Verb: Subject এবং Complement-এর মধ্যবর্তী Verb-কে Linking Verb বলে। যেমনঃ I am a student. Honey tastes sweet.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ